
প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নতুন মিররলেস ক্যামেরা আনল ফুজিফিল্ম। মডেল ফুজিফিল্ম জিএফএক্স ১১। এই ক্যামেরার আকর্ষণীয় দিক এর ছবির কোয়ালিটি। জিএফএক্স সিরিজের এই ক্যামেরার মধ্যে দিয়ে ফুজিফিল্ম এমনই একটি ফ্ল্যাগশিপ মডেল বাজারে আনতে চেয়েছে, যা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং সর্বোপরি কনটেন্ট ক্রিয়েটরদের কাছেও সমাদৃত হবে।
জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ব্রডকাস্ট ইন্ডিয়া শো ২০২৩ শীর্ষক ইভেন্টে ক্যামেরাটির পর্দা উন্মোচোন করে ফুজিফিল্ম। প্রতিষ্ঠানটির লেটেস্ট জিএফএক্স সিরিজের ক্যামেরা এটি। তবে এর দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি ফুজিফিল্ম। নতুন এই ফ্ল্যাগশিপ ক্যামেরা হাই-স্পিড পারফরম্যান্স দিতে সক্ষম এবং আপগ্রেডেড ভিডিও ক্যাপচারে সক্ষম এই ক্যামেরা সেরার সেরা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে পারে।